গাংনীতে ব্যবসায়ীকে কুপিয়ে মােটরসাইকেল ছিনতাই।
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব-সাহারবাটী সড়কে ছিনতাইকারীদের হামলায় সাদ্দাম হোসেন সবুজ (৩৫) নামের এক ব্যবসায়ী রক্তাক্ত জখম হয়েছেন। সবুজ উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠি ভাটপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন রড সিমেন্ট ব্যবসায়ী। বর্তমানে তিনি গাংনী শহরের বাসিন্দা।
শনিবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সবুজ ও তার বন্ধু লাভলু হােসেন একটি মােটরসাইকেলযােগে সাহারবাটী থেকে গাংনী শহরের উদ্দেশ্যে গাঁড়াডােব গ্রামের দিকে আসছিলেন। পপথিমধ্যে ৭-৮জনের একদল ছিনতাইকারী তাদের গতিরােধ করে। সবুজের মােটরসাইকেলটি ছিনিয়ে নিতে গেলে, সে প্রতিরােধ করার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ধারালাে অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় সবুজের ব্যবহৃত মােটরসাইকেল ও আনুমানিক ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সবুজের আত্মচিৎকারে আশেপাশের লােকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে সবুজের বন্ধু লাভলু হামলার
শিকার হননি।
এদিকে, খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করে।
গাংনী থানা সূত্র জানায় ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটিদল মাঠে নেমেছে।