গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু আহত।

dainikmeherpurdainikmeherpur
  প্রকাশিত হয়েছেঃ  10:32 PM, 10 April 2023

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের পশু হাসপাতাল পাড়ায় বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে থাকা ঘুড়ি পাড়তে গিয়ে জুবায়ের হােসেন (১০) নামের এক শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছে। শিশু জুবায়ের পশু হাসপাতাল পাড়ায় বসবাসকারি ও টায়ার ব্যবসায়ি মহব্বত আলীর ছেলে।

সােমবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিজ বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে।

শিশু জুবায়ের মা বলেন এদিন বিকেলে সে ঘুড়ি উড়াচ্ছিল। ঘুড়িটি হঠাৎ বিদ্যুত লাইনের মেইন তারে জড়িয়ে যায়। জুবায়ের তার বাড়ির ছাদের উপরে উঠে একটি এসএস রড দিয়ে খােঁচা দিয়ে ঘুড়িটি নামাতে যায়। এসময় বিদ্যুত স্পৃষ্টে হয়ে ছাদের উপরে পড়ে যেয়ে সে গুরুতর আহত হয়। পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

আপনার মতামত লিখুন :