গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু।
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান(৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান উপজেলা তেঁতুলবাড়িয়া গ্রামের বিজিবি ক্যাম্প পাড়ার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গরুর গোয়াল ঘরে বৈদ্যুতিক ফ্যান লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।