মেহেরপুরে প্রবাস ফেরত যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা।
মেহেরপুরে পাওনা টাকা আদায়ের জের ধরে শরিফুল ইসলাম (৪০) নামের এক প্রবাস ফেরত যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল -২০২৩ ইং) বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার হাতীভাঙ্গার মোড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত শরিফুল মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের বাবর আলীর ছেলে।
জানা গেছে, তিন বছর পূর্বে শরিফুল ইসলাম দুবাই থাকার সময় রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে এনামুল হককে বিদেশে পাঠাবার নাম করে মোটা অংকের টাকা গ্রহণ করেন।
এদিকে প্রায়ই দেড় মাস পূর্বে শরিফুল দুবাই থেকে দেশে ফেরার পরও একরামুলকে বিদেশ পাঠাতে ব্যর্থ হয়। ওই সময় থেকে একরামুল তার পাওনা টাকা ফেরত না পেয়ে বৃহস্পতিবার বিকেলের দিকে কৌশলে শরিফুল ইসলামকে হাতি কাটার মোড় এলাকায় ডেকে নেন। সেখানে তাকে ধারালো হেসো দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
নিহত শরিফুলের চাচা স্থানীয় আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাবুল আলী বলেন, দেড় মাস পূর্বে আমার ভাতিজা দুবাই থেকে বাড়ি ফিরেছেন। বিকালের দিকে তাকে হেসো দিয়ে কুপিয়েছে বলে খবর শুনে আমি হাসপাতালে ছুটে আসি। এসে দেখি মারা গেছে।
এদিকে হত্যাকারী একরামুল পলাতক রয়েছেন।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান,নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।